kalerkantho


খাগড়াছড়ি

হেডম্যান-কার্বারির সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০হেডম্যান-কার্বারির সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

অনুষ্ঠানে হেডম্যান-কার্বারিদের সঙ্গে সেনা কর্মকর্তারা। ছবি : কালের কণ্ঠ

এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে স্থানীয় হেডম্যান ও কার্বারিদের সঙ্গে মতবিনিময় করেছেন

সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের কর্মকর্তারা। গতকাল বুধবার সকালে জেলা সদরের ঘাসবন সেনাক্যাম্পে ওই অনুষ্ঠানে জোনের অধীন ৩০ হেডম্যান-কার্বারি অংশ নেন।

এতে প্রধান অতিথি সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল জি এম সোহাগ পিএসসি এলাকার মানুষের সমস্যা-সম্ভাবনার কথা শুনেন।

এ সময় তিনি সমস্যা সমাধানে সম্ভব সব সহায়তার আশ্বাস দেন। জোন অধিনায়ক স্ব-স্ব এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হেডম্যান ও কার্বারিদেরকে অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে ক্যাম্প কমান্ডার মেজর রেজা আহমেদ উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি জোন অধিনায়ক হেডম্যান ও কার্বারিদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন।মন্তব্য