kalerkantho


অসহায় মানুষের পাশে রোটারী ক্লাব

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত জারিয়া বেগমকে রোটারী ক্লাব অব বেঙ্গল সিটি চিকিৎসা সহায়তা দিয়েছে। সম্প্রতি রোগীর হাতে টাকা তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এস এম মরতুজা হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন খায়রুল বশর চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, মাহবুব আলী হক, মনোয়ারা বেগম হেনা, কোহিনুর আকতার খানম, মমতাজুন্নেছা সুমা, এ কে এম সরওয়ার আলম, এস এম আজিজ, এইচ কে নাথ, এনামুল হক চৌধুরী প্রমুখ।

এদিকে রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের অর্থায়নে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার করম উল্লাহপুর গ্রামে দুটি দরিদ্র পরিবারকে দুটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক গভর্নর মো. শহিদ আহমদ চৌধুরী, নমিনি দিলনাশিন মহসিন, মীর নাজমুল আহসান রবিন, বোরহান উদ্দিন চৌধুরী, জালাল উদ্দীন বাবলু, ফয়েজ চৌধুরী, বেলাল প্রমুখ। বিজ্ঞপ্তিমন্তব্য