kalerkantho


কোস্টগার্ড কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০কোস্টগার্ডের পূর্ব জোন কার্যালয় পরিদর্শন করেছেন বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেড। পরিদর্শন শেষে কোস্টগার্ডের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ-বৃটিশ পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’

গতকাল বুধবার সকালে বৃটিশ হাইকমিশনার কোস্টগার্ড পূর্ব জোন কার্যালয় পরিদর্শন করেন। তাঁদের স্বাগত জানান কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম।

এ সময় বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বৃটিশ ডিএ লে. কর্নেল ডোমিনিকওসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য