kalerkantho


দুর্গোৎসব

ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাকে দুর্গা

আবু দাউদ, খাগড়াছড়ি   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাকে দুর্গা

খাগড়াপুর অখণ্ডমণ্ডলী মন্দির পূজামণ্ডপের ছবিটি গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ

উৎসবমুখর পরিবেশে ভিন্ন আমেজে পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুর্গোৎসব চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীও দুর্গাপূজা করেন সাড়ম্বরভাবে। প্রতিবছর ত্রিপুরা অধ্যুষিত বেশির ভাগ মণ্ডপে দুর্গাদেবীকে সাজানো হয় নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।

গতকাল শনিবার সপ্তমী পূজার সকাল থেকে ঢাকঢোল, শাঁখ আর শঙ্খ বাজিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় মণ্ডপে মণ্ডপে। এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুশি আয়োজক ও পুণ্যার্থীরা।

খাগড়াপুর শারদীয় দুর্গোৎসব পূজা উদযাপন কমিটির সভাপতি পুষ্পেশ্বর ত্রিপুরা কালের কণ্ঠকে বলেন, ‘ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনের উদ্দেশ্যে মা দুর্গাদেবীকে ত্রিপুরা পোশাকে সাজানো হয়েছে। এবার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।’

খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য জানান, এবার খাগড়াছড়িতে ৪৭ মণ্ডপে পূজা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুটি ঘটসহ ৪৯টিতে দুর্গাপূজা হচ্ছে।


মন্তব্য