kalerkantho


আসাদ চৌধুরী বললেন

মননশীল সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০মননশীল সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে

হিজরি বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী।

নগরীর ডিসি হিলে নানা আয়োজনে হিজরি নববর্ষকে বরণ করা হয়েছে। ৩ অক্টোবর হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের আয়োজনে ছিল হামদ, না’তে রাসুল (দ.), গজল, কাওয়ালি, মাইজভাণ্ডারী সঙ্গীত, মরমী ও দেশাত্মবোধক গান এবং আলোচনা সভা।

পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচক ছিলেন অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

স্বাগত বক্তব্য দেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ও মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী।

অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘মাদক রুখতে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের পাশাপাশি সুস্থ সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে হবে। জাগরণধর্মী সাংস্কৃতিক আন্দোলনের জোয়ারে অপসংস্কৃতি পরাজিত হবেই।’

কবি আসাদ চৌধুরী বলেন, ‘সংস্কৃতি আমাদের পরিচয় ও জাতিসত্তার শেকড়। শুদ্ধতম মননশীল সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ পথ মসৃণ করতে হবে।’

বক্তারা হিজরি নববর্ষের দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান।


মন্তব্য