kalerkantho


কাল থেকে শাহাদাতে কারবালা মাহফিল

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আগামীকাল সোমবার শুরু হবে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। এতে দেশি-বিদেশি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওলামা মাশায়েখ ও শিক্ষাবিদ অংশ নেবেন। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বর্তমানে ঈমান-আক্বিদাবিরোধী নানা অপতৎপরতা চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

এতে কারবালা মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান।


মন্তব্য