kalerkantho


বড়লিয়ার খাল থেকে কচুরিপানা দ্রুত অপসারণের আশ্বাস এমপির

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পটিয়ার বড়লিয়ায় কাটাখালী খাল ও কাজীর খাল থেকে কচুরিপানা অপসারণে দ্রত ব্যবস্থা  নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। গত শনিবার তিনি এসব খাল পরির্দশন করেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষির উন্নয়নে সরকার কাজ করছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কালের কণ্ঠের দ্বিতীয় রাজধানীতে ‘খাল কচুরিপানায় ভরা : হুমকির মুখে চাষাবাদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী খাল দুটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, বড়লিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুপ্রিয় বড়ুয়া রূপম ও এম এজাজ চৌধুরী,  ইউপি সদস্য নুরুল কবির, অনুপ বড়ুয়া প্রমুখ।


মন্তব্য