kalerkantho


খাগড়াছড়ির ৪৭ মণ্ডপে পূজার প্রস্তুতি

খাগড়াছড়ি প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। জেলা শহর এবং ৯ উপজেলার ৪৭টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে মৃিশল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় দেবীদুর্গার বিমূর্ত অবয়ব ফুটে ওঠেছে। রঙতুলির কাজ শুরু হবে দুয়েক দিনের মধ্যে।

পূজা যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর। সবার সহায়তায় এ বছরও উৎসবমুখরভাবে সর্বজনীন পূজা উদযাপিত হবে বলে আশা করছেন আয়োজকরা। আগামী ৬ অক্টোবর থেকে দুর্গোৎসবকে সামনে রেখে শিশু-কিশোর কিশোরীরা বেশ উল্লসিত। উৎসবের আমেজ ছোট-বড় সবার মাঝে। অন্যদিকে ঢাক-ঢোল, পূজার সামগ্রী এবং পোশাকের দোকানিরাও নতুন পণ্য নিয়ে প্রস্তুত।

খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য বলেন, ‘হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হওয়ায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে প্রতিবছর ভিড় করেন অন্য ধর্মাবলম্বীরাও। বসে মিলনমেলা। এ বছর জেলার ৪৭ মণ্ডপে দুর্গোৎসব হবে। তবে ঘটপূজা হবে কি না এখনো জানা যায়নি।’

খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, এবারও দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।


মন্তব্য