kalerkantho


বরযাত্রীবাহী গাড়ি খালে আহত আট

নোয়াখালী প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সোনাইমুড়ী উপজেলার নদোনা বাজারে বরযাত্রীবাহী একটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের পাশে খালে পড়ে যায়। এতে আট যাত্রী আহত হন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে সোনাইমুড়ী-চাটখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, সোনাইমুড়ীর প্রধান সড়কের পাশে হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতরা চিকিত্সার জন্য হাসপাতালে চলে গেছেন।’


মন্তব্য