kalerkantho


চন্দনাইশে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

সাতকানিয়া প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়া ও কসাইপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন। তাঁরা হলেন শারমিন আকতার (৩৫), জহুরা বেগম (৭০), মনজুর মোরশেদ (২০), নুরুল আলম (৫০), জেসমিন আকতার (১৮) ও মো. ইদ্রিছ (৩৫)।

গতকাল শনিবার বেলা দুটার দিকে এ ঘটনা ঘটে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহ শনিবার বিকেলে জানান, মারামারির ঘটনা সত্য। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।

চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন শনিবারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য