kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


সুবিধাবঞ্চিত শিশুদের ঈদআনন্দ

নোয়াখালী প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য ঈদআনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক)। ঈদের আগের দিন গত সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানে সহাযোগিতা করেছে শিশু বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে খেলাধুলা, বড় পর্দায় কার্টুন ছবি দেখা, আড্ডা, গান, গল্পবলা ও মেহেদির রঙে হাত রাঙানো। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৫৫ শিশু-কিশোরের হাতে পুনাকের পক্ষ থেকে ঈদের নতুন পোশাক, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক নোয়াখালীর সভানেত্রী নাসরিন লায়লা শরীফ। এ সময় পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পুনাকের সহ-সভাপতি সাদিয়া রহমান, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা চাকমা, সদস্য জান্নাতুল ফেরদৌস, বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আগামী দিনগুলোতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।


মন্তব্য