kalerkantho


সম্প্রযুগ পাঠাগারের নতুন কমিটি

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সম্প্রযুগ পাঠাগারের নতুন কমিটি

সভাপতি, সম্পাদক

ফটিকছড়ি সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের নতুন কমিটি গঠনকল্পে ৩৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি আজাদী বাজারে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে ২০১৬-২০১৮ সালের জন্য এস এম শহিদুল আলম শাহেদকে সভাপতি ও লোকমান হাকিম বাদশাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরো আছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম বশির, সহ-সভাপতি ডা. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন রকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি


মন্তব্য