kalerkantho


পূর্ব গোমদণ্ডী ভূমি কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোয়ালখালী প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বোয়ালখালী উপজেলা সদরে পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন ভূমি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটি নির্মাণে খরচ হচ্ছে ৮৩ লাখ টাকা।

গত সোমবার এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, আওয়ামী লীগ নেতা নুরুল আলম ও নুরুল আমিন, জাসদ নেতা হাজী মনছপ আলী, প্রেস ক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও সম্পাদক সিরাজুল ইসলাম।


মন্তব্য