kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


‘নজরুলের চেতনা লালন করে দেশ এগিয়ে নিতে হবে’

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কবি নজরুল তাঁর সৃষ্টি ও কর্মের মধ্য দিয়ে বাঙালি জাতিকে পথ দেখাবেন। তাই সাহিত্য সাধনায় তরুণ প্রজন্মকে আত্মনিয়োগ করতে হবে।

নজরুলের চেতনা বুকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানে কবি নজরুল সাহিত্য পরিষদের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

২৯ আগস্ট নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর আলম সুমন। প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাসুম চৌধুরী। কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ্দীন, নোয়াপাড়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছৈয়দ উদ্দীন আহম্মদ, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, স ম জাফর উল্লাহ, জাহাঙ্গীর সিকদার, মফজল হোসেন তালুকদার, প্রকৌশলী পলাশ বড়ুয়া, নুরুল আবছার, প্রকৌশলী আজিম উদ্দীন সিদ্দিকী, এস এম মুজিব, আমির হামজা, মো. জুবায়ের, খুকি আকতার, তানিয়া আকতার, আদনান প্রমুখ। বিজ্ঞপ্তি

 


মন্তব্য