kalerkantho


‘জঙ্গিবাদ প্রতিরোধে এক হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা গতকাল বুধবার কক্সবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কামরুন নাহার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধূূরী, সাংবাদিক তোফায়েল আহমদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, তৈয়বিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন কাদেরী, এনজিও প্রতিনিধি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পিটিআই-এর প্রশিক্ষণার্থী শাহানা আলম মুন্নি, কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী তৌহিতা জিহান।

প্রধান অতিথি বলেন, ‘শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে, শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া বাংলাদেশে জঙ্গিদের স্থান কখনো হবে না। জঙ্গি প্রতিরোধে সবাইকে নিজ অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।’


মন্তব্য