kalerkantho


নবীন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানোর তাগিদ

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ইতিহাসের সত্য তুলে এনে মুহাম্মদ শামসুল হক মুক্তিযুদ্ধের ইতিহাস সমহিমায় প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘নবীন প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানাতে হবে।’

ইতিহাস গবেষক ও সাংবাদিক

মুহাম্মদ শামসুল হক রচিত ‘স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য, ৪৭-৭১’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, ‘মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক শক্তিশালী।’

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘শামসুল হকের এই প্রচেষ্টা তরুণদের সঠিক ইতিহাস জানতে সহযোগিতা করবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, ‘বাংলাদেশের আজকের অগ্রযাত্রায় ইতিহাস এক প্রেরণা। সেই সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য এই গ্রন্থ।’

কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘শামসুল হক ইতিহাস গবেষণার কাজ ব্রত হিসেবে নিয়েছেন।’

অধ্যাপক গোলাম মুস্তাফা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে যেসব বিতর্ক ও বিভ্রান্তি আছে তা দূর করে সত্য উদঘাটনের চেষ্টা করেছেন শামসুল হক।’

প্রত্নগবেষক ড. শামসুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ডা. সুলতানুল আলম, শহীদ জায়া বেগম মুশতারী শফী, মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার, সাংবাদিক সুভাষ দে প্রমুখ। বিজ্ঞপ্তি


মন্তব্য