ফটিকছড়ির মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামস্ উদ্দিন আহমদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা-চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ফিরোজ আলম মিলন। আরো বক্তব্য দেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাসান সরওয়ার আজম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহীন আরা বেগম, কাজী আহসান ইকবাল মঞ্জু ও কাজী আহসানুল মোরশেদ।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার শিকড় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়।’
উল্লেখ্য, এ বছর থেকে উক্ত বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তিপ্রকল্প চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ওই প্রকল্পের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের