kalerkantho


সৈয়দ নেজামুল হক চিশতীর ওরশ আজ

২৪ মার্চ, ২০১৬ ০০:০০লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের মহান অলি হযরত মৌলানা সৈয়দ এনায়েত উল্লাহ চিশতী (রহ.) ওরফে বাছেত আলী শাহ ও হযরত মৌলানা সৈয়দ নেজামুল হক চিশতী (রহ.) এর বার্ষিক ওরশ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে বোখারি শরীফ, গাগর জুলুস, ছেমা মাহফিল ও তবারুক বিতরণ।

ছেমা মাহফিলে কাওয়ালী পরিবেশন করবেন আবু সালেহ কাওয়াল, সৈয়দ নওয়াজুল হক চিশতী, সৈয়দ সফিউল হক চিশতী, হামিদ কাওয়াল, আবদুল জলিল প্রমুখ। শাহজাদা সৈয়দ এমাদুল হক চিশতী ও সৈয়দ এহছানুল হক চিশতী ওরশে ভক্ত-মুরিদানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি


মন্তব্য