kalerkantho


শিশুদের সুশিক্ষায় গড়ে তোলার তাগিদ

দ্বিতীয় রাজধানী ডেস্ক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।

আমরা ক’জন মুজিব সেনা : সংগঠনের চট্টগ্রাম নগর শাখার শিশু সমাবেশ মুসলিম ইনস্টিটিউট হলে কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো. আশরাফুল ইসলাম সজিব, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া ও মো. ইসহাক, কাউন্সিলর এস এম শহিদুল্লাহ ও গোলাম মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল হান্নান, আব্দুল হান্নান চৌধুরী, কে বি এম শাহজাহান, দেবাশীষ পাল দেবু, জাহিদুর রহমান সোহেল, চৌধুরী জহির উদ্দীন মোহাম্মদ বাবর, এস এম আলম, সৈয়দ মো. আসিফ প্রমুখ।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ : চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন মো. আজাদ ইকবাল পারভেজ, বিকাশ দাশ, ফরহাদ উদ্দিন জিতু, আরমান হোসেন সজিব, শাহ আলম রাজন, তারেক রহমান সজিব, সালাহ উদ্দিন রনি, শাহেদ ইকবাল খান শিমুল, এস এম হাবিব উল্লাহ, আলমগীর হোসেন নীরব, মনিরুল হক প্রমুখ।


মন্তব্য