kalerkantho


বোয়ালখালীতে উন্নয়নকাজ উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০তথ্যপ্রযুক্তি জ্ঞান ছাড়া সাধারণ শিক্ষা অপরাধে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল। তিনি বলেন, ‘বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তি জ্ঞানে দক্ষ

মানবসম্পদ সৃষ্টির বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।’

তিনি গতকাল শনিবার বোয়ালখালীতে ৩০ লাখ টাকা ব্যয়ে আমুচিয়া বদর শাহ রোডের উন্নয়নকাজ, কানুনগোপাড়ায় নন্দন পার্ক কমিউনিটি সেন্টার, ফ্রেন্ডস কম্পিউটার ভিলেজ ও শহীদ ওয়াজেদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা জাসদের সম্পাদক মনির উদ্দিন খান, নন্দন পার্কের এমডি এস এম ফয়সল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ।


মন্তব্য