kalerkantho

25th march banner

শিক্ষকদের মানববন্ধন

‘নতুন পে স্কেলে বেতন চাই’

নোয়াখালী প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০সরকার ঘোষিত নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নোয়াখালী জেলা শাখা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাইজদী টাউন হল চত্বরে গতকাল শনিবার ওই কর্মসূচি পালন করা হয়। এর আগে জেলা সদরের প্রধান সড়কে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অধ্যক্ষ আবুল বাসার বাহার, অধ্যক্ষ  মো. নাজিম উদ্দিন অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ আবু জাফর মো. হারুন, অধ্যাপক আবদুল হাই, অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা প্রমুখ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক মতিন উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি


মন্তব্য