kalerkantho


কক্সবাজারে এশায়াত মাহফিল

২০ মার্চ, ২০১৬ ০০:০০কক্সবাজারে এশায়াত মাহফিল

কক্সবাজারে এশায়াত মাহফিলে বক্তব্য দেন (ডান থেকে) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও অধ্যাপক ফোরকান মিয়া।

মানব কল্যাণে এ মুহূর্তে আধ্যাত্মিক জাগরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন কাগতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী। বলেন, ‘আধ্যাত্মিক শক্তির মাধ্যমে রাসুল (দ.) ইসলামকে সমগ্র বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন।’

শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফিলের আয়োজন করে সংগঠনটির কক্সবাজার জেলা সমন্বয় পরিষদ। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অতিথি ছিলেন রাউজান ইয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম ও অধ্যাপক অলি আহাদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিলে যুব সমাজকে উন্নত জীবন গঠনে সঠিক পথ-নির্দেশনা দিবে।’ মাহফিলে বক্তব্য দেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি


মন্তব্য