kalerkantho

মালেকীয়া দরবারে ওরশ

১৭ মার্চ, ২০১৬ ০০:০০আল্লামা শাহ্ আবদুল মালেক মুহিউদ্দীন আল্-কুতুবী আল্-আ’জমী (রহ.) এর ১৬তম বার্ষিক ওরশ আগামী শনিবার পটিয়ার মনসায় শাহ্ মালেকীয়া দরবারে অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। অতিথি থাকবেন শাহ অহিদুল আলম আল-কুতুবী, শাহ আতিকুল মিল্লাত আল-কুতুবী, শাহ সৈয়দুল মিল্লাত আল-কুতুবী, মাওলানা শাহ জিল্লুল করিম মালেকী ও শাহ্ আবদুল করিম আল-কুতুবী। বিজ্ঞপ্তি


মন্তব্য