kalerkantho


পিডিবির ভ্রাম্যমাণ আদালত

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মামলা

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০১৬ লাখ ৩৩ হাজার ৫৬২ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় চট্টগ্রাম নগরে ৭টি মামলা ও ৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার পিডিবি, চট্টগ্রাম এর বিদ্যুৎ আদালত (উত্তর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিনের নেতৃত্বে বিক্রয় ও বিতরণ বিভাগ-পাথরঘাটার আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বিক্রয় ও বিতরণ বিভাগ-পাথরঘাটার নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক চৌধুরী ও মো. জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ হাসান নাসির, এ কে এম ওয়াহেদুর রহমান, মো. নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য