kalerkantho


দিনব্যাপী উৎসব কাল

রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসব আগামীকাল শুক্রবার। সকাল ৮টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান। সকাল ১০টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। সভাপতিত্ব করবেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিকেলে স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা ড. কাজী আহমদ নবী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশসেরা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

উৎসবে স্কুলের আড়াই হাজার প্রাক্তন শিক্ষার্থী সপরিবারে অংশ নেবেন বলে জানিয়েছেন উৎসবের প্রধান সমন্বয়কারী ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১৯১৪ সালে পটিয়ার প্রাণকেন্দ্রে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এলাকার স্বনামধন্য আলেমেদ্বীন মাওলানা আবদুস সোবহান। তাঁকে ওই সময়ে সহায়তা করেন পটিয়া থানার তৎকালীন দারোগা রাহাত আলী। এছাড়া অনেক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়তে সহায়তা দেন।’


মন্তব্য