kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


চট্টগ্রাম সাংবাদিক আবাসন বাস্তবায়ন ফোরাম গঠন

১৩ মার্চ, ২০১৬ ০০:০০চট্টগ্রাম সাংবাদিক আবাসন বাস্তবায়ন ফোরাম গঠন

আবাসনবঞ্চিত সাংবাদিকদের আবাসন নিশ্চিতকরণ এবং সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ‘চট্টগ্রাম সাংবাদিক আবাসন বাস্তবায়ন ফোরাম’ গঠন করা হয়েছে।

ফোরামের আহ্বায়ক হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরোপ্রধান সমীর বড়ুয়া এবং সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের ব্যুরোপ্রধান কাজী আবুল মনসুর।

যুগ্ম আহবায়ক পূর্বকোণের সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন পিন্টু, ইত্তেফাকের সৈয়দ আবদুল ওয়াজেদ ও ভোরের কাগজের সমরেশ বৈদ্য। সদস্যরা হলেন বাংলা নিউজের ব্যুরোপ্রধান তপন চক্রবর্তী, একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস, মাইনুদ্দিন দুলাল, মিন্টু চৌধুরী, জামসেদ রেহমান চৌধুরী, সারোয়ার সুমন, হামিদ উল্লাহ, আলমগীর সবুজ, ফারুক তাহের, আইয়ুব আলী, তৌফিকুল ইসলাম বাবর, কুতুব উদ্দিন চৌধুরী, প্রণব বল, হাসান নাসির, রশীদ মামুন, অনুরূপ কান্তি দাশ, আল রহমান, সবুর শুভ, আরিফ রায়হান, তপন কান্তি দাশ, কাশেম শাহ্, দেব দুলাল ভৌমিক, আবুল কালাম বেলাল, রাজেশ চক্রবর্তী, রবি শঙ্কর চক্রবর্তী, হাসান শাহরিয়ার, শিব্বির আহমেদ রাশেদ ও খোরশেদ আলম শামীম। বিজ্ঞপ্তি


মন্তব্য