kalerkantho


জনসেবা উন্নয়ন বিষয়ক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৬ ০০:০০সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মান উন্নয়ন বিষয়ক এক সম্মেলন রবিবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং  জেলা প্রশাসন ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় ওই সম্মেলন হয়।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এ কে এম এনামুল হক, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সিস্টেমস এনালিস্ট  মুহাম্মদ জিয়াউল ইসলাম, উপ-পরিচালক মো. আবুল বাসার ও জাইকার টিম লিডার ইউজিরো ফুজিওয়ারা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহমদ কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত দে। অনুষ্ঠানে জেলার সরকারি দপ্তরগুলোর প্রধান এবং তাঁদের প্রতিনিধি নিজ নিজ দপ্তরের অতীত ও বর্তমান সেবার মান উন্নয়নে প্রতিবেদন উপস্থাপন করেন। জনসেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধিদের ভোটে জেলা প্রশাসনের ভূমি শাখা প্রথম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ দ্বিতীয় এবং পুলিশ বিভাগ তৃতীয় স্থান লাভ করে।


মন্তব্য