kalerkantho


যৌতুকবিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে হবে : মেয়র

৬ মার্চ, ২০১৬ ০০:০০যৌতুকের বিরুদ্ধে মাঠে নেমেছেন আলেম-ওলেমা ও পীর মাশায়েক। গতকাল শনিবার নগরীর লালদিঘি ময়দানে যৌতুকবিরোধী মহাসমাবেশের আয়োজন করে আনজুমানে রজভীয়া নূরীয়া। সমাবেশে নারী নিগ্রহ ও শিশুহত্যা বন্ধে বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিত করা, যৌতুকবিরোধী আইন যুগোপযোগী করা, দরিদ্র পরিবারগুলোর বিয়ের খরচ জোগাতে সরকারিভাবে ‘বিয়ে তহবিল’ গঠন এবং যৌতুক ছাড়া বিয়ে করলে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়। পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর আহ্বানে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সমাবেশ ঊদ্বোধন করেন ইসলামী ফ্রন্ট মহাসচিব এম এ মতিন। সভাপতিত্ব করেন মুহাম্মদ নূরুল হক। অতিথি ছিলেন নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল, ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ ও বিভাগীয় সাংগঠনক সচিব কাজী সোলাইমান চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। মেয়র আ জ ম নাছির বলেন, ‘নারীর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে সবাইকে। ইসলাম নারী জাতির অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে। তাই নারীর সত্যিকার মুক্তি ও কল্যাণে ইসলামী নির্দেশনা মেনে চলতে হবে। আর যৌতুকবিরোধী আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে হবে।’ বিজ্ঞপ্তি


মন্তব্য