খাগড়াছড়ি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আজিম উল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু দাউদ।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মনোনীত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন রুমি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কর্মকর্তারা হলেন সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক শামীম এবং নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান, দীলিপ চৌধুরী ও আবু দাউদ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের