kalerkantho


১৩তম দরসুল কোরআন মাহফিল ৪ ও ৫ মার্চ

১ মার্চ, ২০১৬ ০০:০০সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মোসলেমিনের আয়োজনে ১৩তম দরসুল কোরআন মাহফিল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দুটায় মাহফিল শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। প্রথম দিন শুধু নারীদের জন্য ব্যবস্থা রয়েছে।

গতকাল সোমবার আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার, আল্লামা কাজী জসিম উদ্দীন, অধ্যাপক এইচ এম নুর হোসাইন, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এম ওয়াহেদ মুরাদ, এস এম সিরাজুদ্দীন তৈয়বী, অধ্যাপক স ম শহিদুল হক ফারুকী ও মৌলানা সৈয়দ জসিম উদ্দীন তৈয়বী। বিজ্ঞপ্তিমন্তব্য