kalerkantho

আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড, হাজারো মানুষের সংহতি (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৯ ১১:১১ | পড়া যাবে ১ মিনিটেআজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড, হাজারো মানুষের সংহতি (ভিডিও)

ছবি অনলাইন

শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ শুক্রবার দেশটিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। এর আগে আজানের ধ্বনিতে মুখরিত হয়েছে পুরো নিউজিল্যান্ড। মুসলমানদের প্রতি সংহতি জানাতে সকল প্রচারমাধ্যমে প্রচার করা হয় জোহরের আজান।

হামলা কবলিত মসজিদের বিপরীত পাশের পার্কে জুমার নামাজের আগে দাঁড়িয়ে নীরবতা পালন করেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানসহ আহত ব্যক্তিরা। তাদের সঙ্গে যোগ দিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে ২ মিনিট নীরবতা পালন করেন কয়েক হাজার লোক।

ক্রাইস্টচার্চে হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পার হলো আজ।

ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদা বলেছেন, দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনা একদিনে ঘটেনি। কিছু রাজনৈতিক নেতা, সংবাদমাধ্যম এবং অন্যদের মুসলিমবিদ্বেষী প্রচারের ফল হচ্ছে এই হত্যাকাণ্ড। তিনি বলেন, গত সপ্তাহের এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সন্ত্রাসবাদের কোনো রঙ নেই, বর্ণ নেই ও ধর্ম নেই।

মন্তব্য