kalerkantho

আইনজীবীকে বরখাস্ত করেছেন নিউজিল্যান্ড মসজিদে হামলাকারী!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৯ ১২:১৯ | পড়া যাবে ১ মিনিটেআইনজীবীকে বরখাস্ত করেছেন নিউজিল্যান্ড মসজিদে হামলাকারী!

নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার প্রধান আসামি ব্রেনটন ট্যারেন্ট তার আইনজীবীকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, পরবর্তী শুনানিতে নিজেই আদালতে লড়বে বলে জানিয়েছে সে। সোমবার আদালত নিযুক্ত ট্যারেন্টের আইনজীবী রিচার্ড পিটার্স এ কথা জানিয়েছেন।

রিচার্ড পিটার্স জানান, ব্রেনটন ট্যারেন্ট নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন আদালতে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো মনে হয়েছে। আগামী ৫ এপ্রিল ট্যারেন্টকে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হবে।

গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া 

মন্তব্য