kalerkantho


দুটি ভারতীয় যুদ্ধবিমানের সংঘর্ষ; এক পাইলট নিহত (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫২দুটি ভারতীয় যুদ্ধবিমানের সংঘর্ষ; এক পাইলট নিহত (ভিডিওসহ)

ভারতের বিমান বাহিনীর দুটি প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে কর্ণাটকের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, দুজন পাইলট নিরাপদে প্লেন থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন। বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, প্লেন দু'টিতে তিনজন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন নিহত হন। অপর দুজন আহত হয়েছেন।

সূত্র : এনডিটিভি মন্তব্য

Yasmin commented 5 days ago
পুরো ভিড়িওটা দেখতে পারলাম নাহ তবে আপসুস নই আর কদিন পর এ নিয়ে বলিউডে কয়েক শ সুপারহিট মুভি বের হবে খিক্স খিক্স!