kalerkantho


যুক্তরাষ্ট্রে কর্মস্থলে বন্দুকধারীর হামলায় নিহত ৬

চাকরি থেকে ছাঁটাইয়ের শিকার হওয়ার শঙ্কায় এ হামলা চালানো হয়

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২০যুক্তরাষ্ট্রে কর্মস্থলে বন্দুকধারীর হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি শিল্প পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়।

বিসিসি জানায়, এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরার হেনরি প্র্যাট কোম্পানিতে এই হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই কারখানারই একজন কর্মী ছিলেন।  ১৫ বছর ধরে ওই কম্পানিতে কাজ করছিলেন তিনি। শুক্রবারই তাকে ছাঁটাই করা হতে পারে এমন খবর আমাদের কাছে ছিল।

তার পরিবারের সদস্যরা জানান, কম্পানি তাকে অপ্রয়োজনীয় করে ফেলছে- এমন ভাবনায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

এ ঘটনায় সাহসী ভূমিকা রাখার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।মন্তব্য