kalerkantho


যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির প্রস্তুতি ট্রাম্পের

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৩২যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির প্রস্তুতি ট্রাম্পের

ফাইল ফটো

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেয়াল নির্মাণের সিদ্ধান্তে অটল থেকে এ জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে জানা গেছে, সরকারের অচলাবস্থা এড়িয়ে সীমান্ত নিরাপত্তা বিলে সই করতে যাচ্ছেন ট্রাম্প। এজন্য জরুরি অবস্থা জারি করতে হবে। এতে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে বিলটির জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করবেন।

এদিকে সিনিয়র ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প তার ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘আইনের অপব্যবহার’ করছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বিবৃতিতে বলেন, সীমান্তে জাতীয় নিরাপত্তা ও মানবিক সঙ্কট নিরসনে অন্যান্য নির্বাহী কাজ, জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন।

মেক্সিকোর সঙ্গে নিরাপত্তাদেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের প্রায় ছয় বিলিয়ন ডলারের দাবি রয়েছে। তবে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতৃত্ব সাফ সাফ জানিয়ে দিয়েছিল, তারা দেয়ালের জন্য এক পয়সাও দেবে না। ফলে এ অবস্থা কাটাতে ট্রাম্পের সামনে একমাত্র বিকল্প এখন জরুরি অবস্থা জারি।মন্তব্য