kalerkantho


দিল্লির হোটেলে আগুন; নিহত বেড়ে ১৭

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৮দিল্লির হোটেলে আগুন; নিহত বেড়ে ১৭

দিল্লির হোটেল অর্পিত প্যালেসে অগ্নিকাণ্ড

আজ মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। 

নিহতদের মধ্য এক নারী ও শিশুও রয়েছে। 

জানা গেছে, হোটেলে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনীর ২৬টি ইউনিট পৌঁছায়। আজ সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছে।

সূত্র : এনডিটিভি মন্তব্য