kalerkantho


চুরি হওয়া সেই মূর্তি লন্ডন মিউজিয়ামে, ফেরত চায় চিলি

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৮ ১৯:০৪চুরি হওয়া সেই মূর্তি লন্ডন মিউজিয়ামে, ফেরত চায় চিলি

প্রায় দেড়শ বছর আগে চিলির পূর্বাঞ্চলের দ্বীপ থেকে বহুমূল্যের একটি ভাস্কর্য হারিয়ে যায়। সেই ভাস্কর্য বর্তমানে রয়েছে লন্ডন মিউজিয়ামে।

চিলির তরফে দাবি জানানো হয়েছে, দেড়শ বছর আগে তাদের চুরি হওয়া ওই ভাস্কর্য যেন লন্ডন মিউজিয়াম কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়।

যদিও এ ব্যাপারে লন্ডন মিউজিয়াম কর্তৃপক্ষের মতামত জানা যায়নি।মন্তব্য