kalerkantho


চলে গেলেন বিশ্বখ্যাত চিত্রনাট্যকার গোল্ডম্যান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ০৯:০১চলে গেলেন বিশ্বখ্যাত চিত্রনাট্যকার গোল্ডম্যান

ছবি অনলাইন

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কারজয়ী মার্কিন চিত্রনাট্যকার উইলিয়াম গোল্ডম্যান। শুক্রবার ৮৭ বছর বয়সে মারা যান তিনি।

ম্যানহাটনের নিজ বাসভবনে মারা যান গোল্ডম্যান। গোল্ডম্যান দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অধিবাসী ছিলেন এবং হলিউডে যাননি।

এক সময় গোল্ডম্যানের বই বিক্রির শীর্ষে ছিল। এরপর চিত্রনাট্যে মনোনিবেশ করেন গোল্ডম্যান।

প্রথম জীবনে ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশের পর ‘বাচ কাসিদি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’ ও ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’ চিত্রনাট্যের জন্য দুটো একাডেমি পুরস্কারও জেতেন।

জনপ্রিয় চলচ্চিত্র ‘ম্যারাথন ম্যান’ (১৯৭৬), ‘ম্যাজিক’ (১৯৭৮) ও ‘দ্য প্রিন্সেস ব্রাইড’-এর চিত্রনাট্যকার তিনি। গণমাধ্যমকে গোল্ডম্যানের মেয়ে জেনি গোল্ডম্যান বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যানসার ও নিউমোনিয়ায় ভুগছিলেন।মন্তব্য