kalerkantho


মসজিদ উন-নববীতে খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৮ ১২:৪৮মসজিদ উন-নববীতে খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মসজিদ উন-নববীতে জামাল খাশোগির গায়েবানা জানাজায় তাঁর ছেলে সালাহ খাশোগি(মাঝে)

গতকাল শুক্রবার মদিনার আল-মসজিদ উন-নববীতে সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই গায়েবানা জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এতে সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগিও অংশ নেন বলে জানা গেছে। 

এক বিবৃতিতে সালাহ খাশোগি জানান, আগামী শুক্রবার মক্কাতে জামাল খাশোগির গায়েবানা আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। 

তিনি জানান, আজ শনিবার ও রবিবার জেদ্দায় খাশোগির বাসস্থানে একটি শোকজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন করা হয়। 

সূত্র: মিডল ইস্ট মনিটরমন্তব্য