kalerkantho

গভীর তন্দ্রা : আসিয়ানের বৈঠকে অনুপস্থিত দুতার্তে!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৮ ১৫:২০ | পড়া যাবে ১ মিনিটেগভীর তন্দ্রা : আসিয়ানের বৈঠকে অনুপস্থিত দুতার্তে!

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতে

'গভীর তন্দ্রা'র কারণে আসিয়ান সম্মেলনের চারটি বৈঠকে যোগ দিতে পারেননি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতে।দুর্তাতের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

আসিয়ান সম্মেলনে যোগ দিতে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন দুর্তাতে।

দুতার্তের মুখপাত্র সালভাদর পানেলো বলেছেন, গত কয়েকদিন গড়ে তিন ঘন্টারও কম ঘুমিয়েছেন প্রেসিডেন্ট দুতার্তে। এ কারণে বুধবার দুতার্তের ওই সমস্যা হয়েছে। 

এদিকে, ওই প্রতিবেদন প্রকাশের পরই ক্ষেপে গেছেন দুতার্তে।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ঘুমিয়ে পড়া নিয়ে এত কথা বলার বিষয়টি মোটেও পছন্দ নয় তার।

সূত্র: বিবিসি

মন্তব্য