kalerkantho

আয়ারল্যান্ডের আকাশে অদ্ভুত আলো, কারণ জানেনা কেউ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৮ ১০:২১ | পড়া যাবে ২ মিনিটেআয়ারল্যান্ডের আকাশে অদ্ভুত আলো, কারণ জানেনা কেউ

ছবি প্রতীকী

প্লেন চালানোর সময় আয়ারল্যান্ডের আকাশে দেখা যায় অদ্ভুত আলোটি। তবে শুধু তারাই নয়, দেখেছেন আরো বহু মানুষ। সেই চারজন পাইলটই বলেন, তারা দেখেছেন প্রচণ্ড গতি ও তীব্র আলোয় গোটা আকাশ আলোকিত হয়েছিল।

একটি বেসরকারি সংস্থার মন্ট্রিয়ল থেকে লন্ডনগামী এক বিমানের চালক বলেছেন, ‘প্রথমে আমাদের বিমানের বাঁ দিকে প্রচণ্ড আলোর ঝলকানি দেখলাম। মুহূর্তের মধ্যেই আবার অদৃশ্য হয়ে গেল।’

তাদের দাবি, গোটা আকাশে তীব্র আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছিল এক ভয়ঙ্কর গতির 'যান', যা শব্দের চেয়েও বেশি গতির সুপারসনিক বিমানের চেয়েও দ্রুত গতির 'যান'। তাদের ভাষায় এমন 'যান' তারা আগে কখনো দেখেননি। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও)।

এক পাইলট বলেছেন, ‘সুপারসনিক বিমানের গতির চেয়েও বেশি ছিল গতি। আর আলো এতটাই জোরালো যে, ওরকম আলো দেখা যায়নি।’

আয়ারল্যান্ডের অনেকে মনে করেছিলেন সামরিক মহড়ার কারণে তীব্র আলো বা দ্রুতগামী যান দেখা যেতে পারে। তবে প্রাথমিক তদন্তে সেনা বাহিনীর সঙ্গে কথা বলে সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছে আয়ারল্যান্ড সরকার।

কেউ কেউ ধারণা করছে, উল্কাপাতের কারণেও অনেক সময় তীব্র আলো দেখা যেতে পারে। তবে সাধারণত বায়ুমণ্ডলের এত নিচের স্তরে উল্কার আলো এত তীব্র থাকে না। তাই কোনোভাবেই এ বিষয়টির ব্যাখ্যা মিলছে না।

মন্তব্য