kalerkantho


মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পেল তাইওয়ান

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১০:৫৩মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পেল তাইওয়ান

ছবি অনলাইন

চীনের সঙ্গে বিরোধে তাইওয়ানকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে তাইওয়ানের নৌবাহিনী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দুটি ফ্রিগেট পেয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ফ্রিগেট দু'টি দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়।

জাহাজ দুটি হস্তান্তরের জন্য তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিং নগরীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

তাইওয়ানের নৌবাহিনী বলেছে, মার্কিন নৌবাহিনী যে সব অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তার অনেকগুলোই এ দুই রণতরিতে রয়েছে।

তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার কাজে এ দুটি ফ্রিগেট ব্যবহার করা হবে বলে জানিয়েছে তাইওয়ান।মন্তব্য