kalerkantho


পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে খাশোগিকে: তুর্কি প্রেসিডেন্ট

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৮ ১৭:৪৩পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে খাশোগিকে: তুর্কি প্রেসিডেন্ট

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার পরিকল্পনা গত ২৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয় বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, খাশোগিকে হত্যার দিন ১৫ ব্যক্তি রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসে।

রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, সাংবাদিক খাশোগিকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হয়েছে। ২ অক্টোবর তিনি খুন হলেও গত ২৯শে সেপ্টেম্বর থেকে হত্যার পরিকল্পনা করা হয়।’

‘আমরাই প্রথম থেকে বলেছি, খাশোগিকে হত্যা করা হয়েছে। যদিও কূটনৈতিকদের ভবন হওয়ায়, আমরা প্রথমে সেখানে প্রবেশ করতে পারিনি। কিছুটা পরে হলেও আমরা তদন্ত শুরু করি। এখন আমাদের সব রকম অধিকার রয়েছে এ সংক্রান্ত প্রশ্ন করার এবং উত্তর পাওয়ার। হত্যার দিন, ১৫ ব্যক্তি রিয়াদ থেকে এসে ওই কনস্যুলেট ভবনে ঢুকেছিল। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিচার ইস্তাম্বুলেই আমরা করবো।’মন্তব্য