kalerkantho


সিরিয়ায় ৭শ লোককে জিম্মি করে রেখেছে আইএস : পুতিন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৮ ০৯:৩২সিরিয়ায় ৭শ লোককে জিম্মি করে রেখেছে আইএস : পুতিন

ছবি অনলাইন

সিরিয়ায় মার্কিন বাহিনীর সহযোগীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ইসলামিক স্টেট (আইএস) প্রায় ৭০০ মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আর এই অভিযোগ করেছেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি কৃষ্ণসাগরের সোচি নগরীতে পুতিন এক বক্তব্যে এই অভিযোগ করেন। সোচিতে ভলদাই ক্লাবের আলোচনায় পুতিন বলছেন, জিম্মিদের কয়েকজনকে আইএস হত্যা করেছে এবং অন্যদেরও হত্যা করার হুমকি দিয়েছে।

পুতিন বলেন, ওই জিম্মিদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকজন নাগরিক আছে। ইউফ্রেটিস নদীর বাম তীরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আইএস এর নিয়ন্ত্রণ বাড়ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, তারা আলটিমেটাম দিচ্ছে, নির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছে। আর হুঁশিয়ারি দিয়ে বলছে, এসব আমলে না নিলে তারা প্রতিদিন ১০ জন করে জিম্মি হত্যা করবে। গত পরশুই তারা ১০ জনকে হত্যা করেছে।মন্তব্য