kalerkantho


'রহস্যজনক অনেক হত্যাকাণ্ডে পুতিনের হাত রয়েছে'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ১৯:১৫'রহস্যজনক অনেক হত্যাকাণ্ডে পুতিনের হাত রয়েছে'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল হত্যাকাণ্ডে রাশিয়ার হাত রয়েছে। এ ছাড়া আরও অনেক রহস্যজনক হত্যাকাণ্ডে পুতিনের হাত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেছেন।

রবিবার সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। 

সেই অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই সমস্ত হত্যার পিছনে সরাসরি পুতিন জড়িত বলে দাবি করেন তিনি।

প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মারার চক্রান্তের ঘটনায় সরাসরি রাশিয়ার হাত রয়েছে, এমন অভিযোগে তোলপাড় বিশ্ব। শুধু স্ক্রিপাল নয়, পুতিনের অনেক সমালোচকেরই রহস্যজনক মৃত্যু ঘটেছে। ওই সাংবাদিক এ সমস্ত রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করেন।

সাংবাদিক লেসলি ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, এসব হত্যাকাণ্ডে ভ্লাদিমির পুতিন জড়িত কি-না। 

উত্তরে ট্রাম্প বলেন, সম্ভবত তাই। 

তারপর সাংবাদিক বলেন, কিন্তু এটা করা উচিত হয়নি।

ট্রাম্পও একমত হয়ে বলেন, রাশিয়ার এ রকম নির্দেশ দেওয়াই উচিত হয়নি।মন্তব্য