kalerkantho


'শীঘ্রই উত্তর-দক্ষিণ কোরিয়ার যুদ্ধ সমাপ্তির ঘোষণা'

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৮ ১৫:২৪'শীঘ্রই উত্তর-দক্ষিণ কোরিয়ার যুদ্ধ সমাপ্তির ঘোষণা'

ফাইল ফটো

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে যুদ্ধ সমাপ্ত হয়েছে প্রায় ছয় দশক আগে। এর পরেও যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়নি। তবে এবার সে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হবে বলে আশা করছেন  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

আনুষ্ঠানিক শান্তিচুক্তি হতে এখন কেবল অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন মুন।

কোরীয় যুদ্ধ অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়। চলতি বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে এক ঐতিহাসিক বৈঠকের পর শান্তিচুক্তির সম্ভাবনা বাড়ে। কোরীয় যুদ্ধ ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুন ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে দ্রুত শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনার ইঙ্গিত দিলেন।

গত কয়েক মাস ধরে ট্রাম্প ও কিমের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন মুন। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় স্থবিরতা দেখা দিলে মুনের মধ্যস্থতায় সে জট খোলে।মন্তব্য