kalerkantho


ইদলিবে যুদ্ধ থামিয়ে প্রশংসিত এরদোয়ান

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:২২ইদলিবে যুদ্ধ থামিয়ে প্রশংসিত এরদোয়ান

ছবি অনলাইন

সিরিয়ার ইদলিবে রয়েছে বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। সেখানে শক্তিশালী হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে আসাদ অনুগত বাহিনী ও রাশিয়া। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান সই অভিযানের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখেন এবং ইদলিবের কাছাকাছি সেনা সমাবেশ ঘটান। এ নিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে তুর্কি সরকার দফায় দফায় আলোচনায় বসে। শেষ পর্যন্ত সেখানে অভিযান পরিচালিত হয়নি।

সিরিয়ার ইদলিবে সামরিক অভিযান বন্ধ করতে পারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব এন্টনিও গুতেরেস।

ইদলিবে অভিযান চালালে সেখানে অবস্থানরত প্রায় ৩০ লাখ মানুষের মধ্যে ভয়াবহ বিপর্যয় ঘটবে। হাজার হাজার মানুষের মৃত্যু হবে এবং তুরস্ক ও ইউরো শরণার্থীর ঢল নামবে। সে কারণে তুরস্ক এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয়।

সম্প্রতি সোচিতে এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সমঝোতা হয়। ইদলিবে হামলা না চালিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ার জন্য দুই নেতা সম্মত হয়। এরদোগানের এ প্রচেষ্টার ফলে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ইদলিব, এমনটাই বক্তব্য জাতিসংঘ মহাসচিবের।মন্তব্য