kalerkantho


আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৪৯আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত একশ ২০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পাকিস্তানের সীমান্তবর্তী শহর জালালাবাদের মূল সড়কের কাছে স্থানীয়দের ভিড়ের মধ্যেই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। প্রাদেশিক সরকারের দপ্তর থেকে জানানো হয়, একশ ২০ জনকে গুরুতর আহ্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানায় নানগরহার প্রাদেশিক কাউন্সিল।

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২০ জনের বেশি নিহত হওয়ার রেশ কাটতে না কাটতে দ্বিতীয় দফা বিস্ফোরণের খবর পাওয়া গেল। এমনিতেই সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরের প্রদেশগুলোতে ব্যাপক সংঘাত-সহিংসতা লেগেই আছে।মন্তব্য