kalerkantho


সুদানে নৌকাডুবি, ২২ স্কুল শিক্ষার্থী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৮ ১৭:৩৪সুদানে নৌকাডুবি, ২২ স্কুল শিক্ষার্থী নিহত

নীল নদী, সুদান

সুদানে নৌকা ডুবিতে ২২ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় নীল নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। 

সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার সকালে উত্তর সুদানের নীল নদীতে ছোট নৌকায় করে ৪০ শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। নৌকাটি নদী পারাপারের সময় প্রবল বাতাস ও স্রোতের তোড়ে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে নৌকাটি পানিতে তলিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে এই নৌকা ডুবি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: মিডল ইস্ট মনিটরমন্তব্য