kalerkantho


ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৯:৩৮ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ

ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষা মন্ত্রী।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাদাভাবে সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্স ভারতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, শান্তি এবং তার দেশের মানুষের উন্নতি ও স্থিতিশীলতা কামনা করেছেন।

অন্যদিকে কঙ্গোর স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌদি বাদশাহ। এদিকে গত সোমবার ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা।মন্তব্য